কলাপাড়ায় ৮৪দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় ৮৪দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা
মঙ্গলবার ● ৬ জুলাই ২০২১


কলাপাড়ায় ৮৪ দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

চলমান লকডাউনে কাজকর্ম নেই। ঘরে বসে রয়েছি। ৬ সদস্যের সংসার না খেয়ে থাকার মতো অবস্থা। ৩৩৩ নম্বরে ফোন করলে এ খাদ্য সহায়তা পেয়ে দিন মজুর মো. মোশারেফ বলেন, যা পেয়েছি এতে ২/৩ দিন চলে যাবে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসন এলাকায় অসহায় দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন চত্বরে ৮৪ জন অসহায় দুস্থ পরিবারের মধ্যে প্রত্যেককে  কেজি চাল, এক কেজি তেল, এক কেজি ডাল, এক কেজি চিনি ও এক কেজি করে লবন দেয়া হয়। এর মধ্যে ৩৩৩ নম্বরে ফোন করায় ৮জন অসহায় দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মো.হুমায়ুন কবির, উপজেলা সিপিপি কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৩৬ ● ৭৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ