নাজিরপুরে চেয়ারম্যান লা-পাত্তা!

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে চেয়ারম্যান লা-পাত্তা!
মঙ্গলবার ● ৬ জুলাই ২০২১


নাজিরপুরে চেয়ারম্যান লা-পাত্তা!

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৮নং শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র বিভিন্ন অনিয়ম, দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় দীর্ঘ দিন ধরে পলাতক। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়  জনসাধারন।
জানা গেছে, গত ২ মে থেকে তিনি অফিসিয়াল কোনো ছুটি ছাড়াই ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় সাধারণ জনগণ পরিষদ সংশ্লিষ্ট দাপ্তরিক কাজ যেমন জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ, নাগরিক সনদপত্র, গ্রাম্য আদালতে মামলা বিচারের জন্য ঝুলে থাকায় ভোগান্তিতে রয়েছে। মধ্যজয়পুর গ্রামের বাসিন্দা নাসির জানান, আমার মেয়ে নাজনিন আক্তারের জন্ম-নিবন্ধন করতে না পারায় সে সরকারি উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে। ইউনিয়ন পরিষদ সচিব মনিরুল ইসলাম জানান, আমি সরকারি কর্মচারী। নিয়মিত অফিস করি। চেয়রম্যান কোথায় আছেন তা আমার জানা নাই। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উত্তম কুমার মৈত্রের সাথে কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র আমার কাছে কোনো ছুটির আবেদন করেনি। দীর্ঘ দিন ধরে সে পরিষদে অনুপস্থিত। তিনি কোথায় আছেন আমার জানা নেই।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৩৩ ● ৪০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ