চরফ্যাশনে ১৭ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে ১৭ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা
সোমবার ● ৫ জুলাই ২০২১


চরফ্যাশনে ১৭ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

বৈশ্বিক মহামারী কোভিট (১৯) করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ ৫ম দিনে সারাদেশে মত চরফ্যাশনে চলছে কঠোর লকডাউন। চরফ্যাশনে স্বাস্থ্যবিধি না মানায় এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় ১৭জনকে ২৬হাজার ২শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৭টি মামলা করা হয়েছে।
সোমবার (৫ জুলাই) সকাল থেকে চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস। এসব অভিযানে বিজিবি ও পুলিশ অংশ গ্রহণ করে। দুলারহাট বাজারে আম্মাজান হোটেল খোলা ও পচাঁবাসী খাবার রাখার অপরাধে ২০হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন সাগরকন্যাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪২:৪৮ ● ১০০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ