করোনা আক্রান্তের হার প্রায় শতভাগ-কলাপাড়ায় বিধিনিষেধ উপেক্ষা করে চলছে মাছের বেচা-কেনা!

প্রথম পাতা » পটুয়াখালী » করোনা আক্রান্তের হার প্রায় শতভাগ-কলাপাড়ায় বিধিনিষেধ উপেক্ষা করে চলছে মাছের বেচা-কেনা!
সোমবার ● ৫ জুলাই ২০২১


কলাপাড়ায় বিধিনিষেধ উপেক্ষা করে চলছে মাছের বেচা-কেনা!

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় টানা চার দিন মোট ৪৬ জনের নমুনা পরীক্ষায় প্রায় শতভাগ (৯৫.৬৫) করোনা রোগী (৪৪ জন) শনাক্ত হওয়ায় উপজেলা প্রশাসন লকডাউন নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে। প্রতিনিয়ত সেনাবাহিনী-পুলিশি সহায়তায় চলছে ভ্র্যাম্যমান আদালতের অভিযান। দেয়া হচ্ছে মামলা, করা হচ্ছে জরিমানা।
সোমবারও (৫ জুলাই) ১৯ ব্যক্তি/প্রতিষ্ঠানকে ১৬ হাজার পাঁচ শ’ টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল এ তথ্য নিশ্চিত করেন। তারপরও কলাপাড়া পৌরসভার অস্থায়ী মাছ বাজারে সোমবার সকালে দেখা গেছে, মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। জটলা পাকিয়ে মাছ বেচা-কেনা  করতে দেখা গেছে। এ ছাড়া বিভিন্ন গ্রামের হাটের দিন কোন ধরনের বিধি নিষেধ মানা হচ্ছে না। প্রকাশ্যে গবাদিপশুর হাট বসছে। অন্যান্য দোকান খোলা হচ্ছে। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের উদাসীনতায় সরকারের করোনার সংক্রমন প্রতিরোধ কার্যক্রম শতভাগ বাস্তবায়ন হচ্ছে না। ফলে কলাপাড়ায় করোনা সংক্রমণ আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য সোমবারও কলাপাড়ায় ১৪ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন করোনা শনাক্ত হয়েছেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৯:০৫ ● ৬৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ