কাউখালীতে করোনায় দু’জনের মৃত্যু

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে করোনায় দু’জনের মৃত্যু
সোমবার ● ৫ জুলাই ২০২১


কাউখালীতে করোনায় দু’জনের মৃত্যু

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে সোমবার (৫ জুলাই) করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় উপজেলাটিতে তিনজনের মৃত্যু হলো। এ ছাড়া শনাক্তের সংখ্যাও বেড়েছে। সোমবার নমুনা পরীক্ষা হয়েছে ১৮ জনের। যার মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১১ জনের। শনাক্তের হার ৬১.১১ শতাংশ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,করোনা আক্রান্ত হয়ে উপজেলার কাঠালিয়া গ্রামের সাবেক ব্যাংকার মো.নজরুল ইসলাম(৬৫) সোমবার দুপুরে মারা যান। তার করোনা উপসর্গ দেখা দিলে সোমবার ৫জুলাই সকালে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করালে পজিটিভ আসে। তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যেই তার মৃত্যু হয়।
এ ছাড়া উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান গ্রামের মুক্তিযোদ্ধা আবু তাবু তালেবের  ছেলে বিআইডব্লিউটিএ আরিচা ঘাটের শুল্ক আদায়কারী মো.নজরুল ইসলাম(৪০)করোনা আক্রান্ত হয়ে রবিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান,  এ পর্যন্ত  উপজেলাটিতে করোনায় তিনজন মারা গেছে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৪৫ ● ৯৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ