আমতলীতে ১৫ হাজার টাকা অর্থদন্ড

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ১৫ হাজার টাকা অর্থদন্ড
রবিবার ● ৪ জুলাই ২০২১


আমতলীতে ১৫ হাজার টাকা অর্থদন্ড

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় আমতলী উপজেলা প্রশাসন ব্যবসা প্রতিষ্ঠানসহ ৯ব্যাক্তিকে ১৫হাজার ২’শ টাকা অর্থদন্ড করেছেন। রবিবার (৪ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম এ অর্থদন্ড করেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষায় সরকার গত বৃহস্পতিবার বিধি নিষেধ ঘোষনা করেন। সংক্রামণ রোগ ব্যাধি বিস্তারে মানুষকে ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু মানুষ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ঘরের বাইরে বের হয়। সংক্রামণ রোগ ব্যাধি বিস্তার রোধে এসিল্যান্ড নাজমুল ইসলাম রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সরকারী আদেশ অমান্য করায়  দন্ডবিধির ২৬৯ ধারায় জিমি ট্রেডার্সসহ ৯ ব্যাক্তিকে ১৫ হাজার ২’শ টাকা অর্থদন্ড করা হয়।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম বলেন,  সংক্রামণ রোগ ব্যাধি বিস্তার ও জন সমাগম করে স্বাস্থ্যবিধি না মানায় দন্ডবিধির ২৬৯ ধারায় একটি ব্যবসা প্রতিষ্ঠানসহ ৯ ব্যাক্তিকে ১৫ হাজার ২’শ টাকা অর্থদন্ড করা হয়েছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৬:৪৬ ● ৪৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ