নেছারাবাদে করোনায় ওসিসহ আক্রান্ত-৬২

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে করোনায় ওসিসহ আক্রান্ত-৬২
শনিবার ● ৩ জুলাই ২০২১


নেছারাবাদে করোনায় ওসিসহ আক্রান্ত-৬২

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদ উপজেলায় করোনা ভাইরাসের প্রভাব বৃদ্ধি পাচ্ছে দিনদিন। জনসাধারণ মানছে না সরকারি বিধি নিষেধ। নেছারাবাদ  থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন ও তার পরিবারসহ করোনায় আক্রান্ত হয়ে সরকারী ভাসবভনে কোয়রেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (৩ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১ জনের নমুনা টেষ্ট করা হয়েছে। এর মধ্যে ২৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি আরো জানিয়েছেন গত পাঁচ দিনে ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
অপর দিকে উপজেলা প্রশাসন সেনা বাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা এলাকায় ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। পিআইও মানস কান্তি দাস জানিয়েছেন , করোনা কালীন গৃহ বন্ধি মানুষের জন্য ২০ মে.টন চাল ও ২৬ লাখ ২০ হাজার টাকা বরাদ্ধ পাওয়া গেছে। ইউএনও মো. মোশারেফ হোসেন জানান ২০ মেট্রিকটন চাল ও ১০লাখ টাকা ইতোমধ্যে ইউনিয়নে বরাদ্ধ দেয়া হয়েছে। বাকী টাকার চেক স্বাক্ষর করা হয়েছে।

আরএ/এমআর

 

বাংলাদেশ সময়: ২২:১৮:৪১ ● ১২০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ