কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে জখম, গ্রেপ্তার-২

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে জখম, গ্রেপ্তার-২
শনিবার ● ৩ জুলাই ২০২১


কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে জখম, গ্রেপ্তার-২

কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় মো.শামীম গাজী(২৫) নামের এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দূবৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম মধুখালী গ্রামে শুক্রবার সন্ধ্যায়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দূবৃত্তরা এ হামলা চালায় বলে শামীমের পারিবারিক সূত্র দাবি করেছে। কলাপাড়া থানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পশ্চিম মধুখালী গ্রাম থেকে শনিবার সকালে  (২৫)  মো.ফয়সাল বারী (২৫) ও হাবিব হাওলাদার (২৬ ) কে গ্রেফতার করেছে।
আহত মো. শামীম গাজীর পিতা মো. কাঞ্চন গাজী(৬০) জানান,শামীম পটুয়াখালী ওয়াজেদিয়া মাদ্রামার কামেলের ছাত্র । করোনা ভাইরাসের প্রকোপ থাকায় শামীম বাড়ীতে আসে ।  ঘটনার সময় মো.ফয়সাল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বড় ভাই ইসমাইল গাজীর বাড়ির উঠানে প্রবেশ করে রামদা, ছেনা, লোহার রড, লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় দূবৃত্তরা কুপিয়ে শামিমের বাম পায়ের ও দু’হাতের  রগ কেটে দেয়।  আহত শামীমকে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। আহত শামীমের বাবা কাঞ্চন গাজী বাদী হয়ে শুক্রবার রাতে ৬ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো.মাসুম জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে কাঞ্চন গাজী এবং আবদুল জব্বার গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল । এ বিরোধের জের ধরে শামীম গাজীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা ।ঘটনার পর পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের ভর্তি করে ।
কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্্েরর চিকিৎসক ডা.সায়মা সুলতানা জানান, শামীমের বাম পায়ের রগ কর্তন করা হয়েছে । এ ছাড়া তার ডান পা এবং দু’হাতে  আঘাতের চিহ্ন রয়েছে ।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, আসামীদের দু’জনকে আটক করা হয়েছে । বাকীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে ।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:০১:২৮ ● ৩৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ