নাজিরপুরে লকডাউন উপেক্ষা বিয়ের অনুষ্ঠান!

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে লকডাউন উপেক্ষা বিয়ের অনুষ্ঠান!
শনিবার ● ৩ জুলাই ২০২১


নাজিরপুরে লকডাউন উপেক্ষা বিয়ের অনুষ্ঠান!

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে লকডাউনের নিষেধাজ্ঞা  উপেক্ষা করে শিক্ষকসহ এলাকার গণ্যমান্যদের উপস্থিতিতে বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রশাসনের নাকের ডগায় এ বিয়ে অনুষ্ঠিত হয়।

জানা গেছে, নাজিরপুর - পিরোজপুর মহাসড়কের ইস্কেন্দার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পাশে বিয়ের প্যান্ডেল করে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের দক্ষিণ জয়পুর গ্রামের জয়ন্তি চক্রবর্তীর কন্যা নন্দিনী চক্রবর্তীর সঙ্গে জেলার কাউখালী উপজেলার রতন চক্রবর্তীর ছেলে শুভ চক্রবর্তীর বিয়ে অনুষ্ঠিত হয়। ওই বিয়েতে উপস্থিত ছিলেন উপজেলার কবিরাজবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপন হালদার, শ্রীরামকাঠী ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মণ্ডলসহ বর ও কনে পক্ষের শতাধিক মেহমান।

ওই বিয়েতে উপস্থিত থাকা শ্রীরামকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ জানান,, প্রশাসনের অনুমতি নিয়ে এ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার  মো. ওবায়দুর রহমান জানান, বিষয়টি শুনে ওই রাতে থানায় অবহিত করা হয়েছে। থানার ওসি মো. আশ্রাফুজ্জামান জানান, বিয়ে বন্ধ করতে ওই রাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল।  সেখানে গিয়ে কনেপক্ষের ৪-৫ জনকে পাওয়া যায়।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৪২ ● ৬৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ