দুমকিতে লকডাউন অগ্রাহ্য করায় আটক-২০

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে লকডাউন অগ্রাহ্য করায় আটক-২০
শনিবার ● ৩ জুলাই ২০২১


দুমকিতে লকডাউন অগ্রাহ্য করায় আটক-২০

দুমকিত(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে চলমান কঠোর লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করে যত্রতত্র ঘুরাঘুরি ও গলিমুখে উকিঝুঁকি দেয়ায়র অপরাধে অন্তত: ২০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার থানা ব্রিজ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের একটি টিম দুমকি-বাউফল সড়ক ও গোলাম সরোয়ার হাফেজি মাদ্রাসা গলিতে অভিযান চালিয়ে অন্তত: ২০জনকে আটক করে।
আটককৃতদের থানাব্রিজের ওপর সারিবদ্ধ দাড়করিয়ে প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা আদায় করা হয়। তাৎক্ষণিক যারা টাকা দিতে পারেনি তাদের দুমকি থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের অভিভাবকরা এসে জরিমানা পরিশোধ করে ছাড়িয়ে নেয়া হয়। আটককৃতদের মধ্যে বেশীর ভাগই ছিলো বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, বৃৃহস্পতিবার সকাল ছযটা থেকে শুরু হওয়া সরকারি বিধিনিষেধ প্রতিপালনে মাঠে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এছাড়াও  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন যায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বিনা প্রয়োজনে যারা বাহিরে নামে তাদের অর্থদন্ডের পাশাপাশি বিভিন্ন শাস্তি দেয়া হচ্ছে।  এবং যারা লকডাউন সম্পর্কে বুঝে-না তাদেরকে মাস্ক সরবরাহের পাশাপাশি সচেতন করা হচ্ছে।

এমআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:২৩ ● ৮৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ