গলাচিপায় করোনা প্রতিরোধে তথ্য অফিসের মাইকিং

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় করোনা প্রতিরোধে তথ্য অফিসের মাইকিং
শুক্রবার ● ২ জুলাই ২০২১


গলাচিপায় করোনা প্রতিরোধে তথ্য অফিসের মাইকিং

 গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় করোনা ভাইরাস প্রতিরোধে জেলা তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক মাইকিং করা হয়েছে।
শুক্রবার (২ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। বিভিন্ন জায়গা থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়াসহ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে মাইকিং করে জেলা তথ্য অফিস। নির্দেশনা অমান্যকারীকে আইনের আওতায় আনতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও প্রচারনায় উল্লেখ করা হয়েছে। পটুয়াখালী জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা অনিমেশ হালদার ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সরকারের নির্দেশনা মেনে সকলে চলার জন্য অনুরোধ করেন।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৪:০৭ ● ৫৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ