চরফ্যাশনে কৃষি প্রণোদনা উদ্বোধন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে কৃষি প্রণোদনা উদ্বোধন
বুধবার ● ৩০ জুন ২০২১


চরফ্যাশনে কৃষি প্রণোদনা উদ্বোধন

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক আয়োজিত আমন ধান ও সার প্রণোদনা শুভ উদ্বোধন ঘোষনা করা  হয়েছে।
বুধবার (৩০ জুন) বিকাল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি ছিলেন, কৃষি অধিদপ্তরের ভোলা জেলা উপ-পরিচালক আবু মো.এনায়েত উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি উৎদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছানাউল্লাহ আজম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ঠাকুর কৃষ্ণ দাস। অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন ও সুবিধাভোগে কৃষকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা হলেন, কৃষি বান্ধব সরকার। সার কীটনাশক, জমি চাষের পাওয়ার টিলার ভূতর্কি দিয়ে কৃষকদের উপকার করে যাচ্ছেন। উপজেলা মোট ২৫৯০জন কৃষক কৃষাণীকে ৫ধান, ১০কেজি ডেএফি, ১০ কেজি এমওপি সার দেয়া হচ্ছে। বছরে ৩বার সরকার কৃষকদেরকে এই প্রণোদনা প্রদান করা হচ্ছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৯:৩৬ ● ১০৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ