গলাচিপায় ইউপি চেয়ারম্যান বাদল খানের ইন্তেকাল

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ইউপি চেয়ারম্যান বাদল খানের ইন্তেকাল
সোমবার ● ২৮ জুন ২০২১


গলাচিপায় ইউপি চেয়ারম্যান বাদল খানের ইন্তেকাল

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল ইসলাম বাদল খান মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি—-রাজিউন। তিনি মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল ৪টা ২০ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি), উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ অনেকে শোক বার্তা প্রকাশ করেন। এদিকে বদরুল ইসলাম বাদল খানের মৃত্যুতে ডাকুয়া ইউনিয়নের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয় ও পারিবারিক সূত্রে জানা যায় আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয় মরহুমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে প্রথম জানাজার নামায অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার নামায ডাকুয়া ইউনিয়নে তার গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হবে। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তার ভাই এ্যাডভোকেট মামুন খান।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২১:০৭ ● ৯১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ