তালতলীতে ছেলে হত্যায় বাবার বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » বরগুনা » তালতলীতে ছেলে হত্যায় বাবার বিরুদ্ধে মামলা
বৃহস্পতিবার ● ২৪ জুন ২০২১


তালতলীতে ছেলে হত্যায় বাবার বিরুদ্ধে মামলা

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

ছেলে সুমনকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক বাবা আসাদুল খানের বিরুদ্ধে তালতলী থানায় হত্যা মামলা হয়েছে। বুধবার রাতে নিহতের মা সেলিনা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। পুলিশ আসামী ঘাতক বাবা আসাদুল খাঁনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলেন জানান ওসি মোঃ কামরুজ্জামান মিয়া।
জানাগেছে, তালতলী উপজেলা শহরের টিঅ্যান্ডটি সড়কের আসাদুল খাঁন তার স্ত্রী সেলিনা বেগমকে বিয়ের পর থেকেই পারিবারিক বিষয় নিয়ে মারধর করে আসছে। বুধবার বেলা ১১ টার দিকে স্বামী ও স্ত্রী ঝগড়ায় জড়িয়ে পরেন। এ সময় ছেলে সুমন বাড়ীতে ছিল না। ছেলে সুমন বাড়ীতে এসেই দেখে বাবা আসাদুল খাঁন মা সেলিনাকে ধারলো অস্ত্র দিয়ে  কোপাতে উদ্যত হয়। এ সময় মাকে রক্ষায় ছেলে এগিয়ে আসে। বাবার ধারালো অস্ত্রের আঘাত মা সেলিনা বেগমের শরীরের না লেগে ছেলে সুমনের কপালে লাগে। মুহুর্তের মধ্যেই ছেলে সুমন মাটিয়ে লুটিয়ে পড়ে। তাৎক্ষনিক বাবা আসাদুল খাঁন ও স্থানীয়রা সুমনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালে ছেলেকে রেখেই বাবা আসাদুল খাঁন পালিয়ে যায়। পরে ওই হাসপাতালের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম আহত ছেলে সুমনকে মুত্যু ঘোষনা করেন। এ ঘটনায় বুধবার রাতে মা সেলিনা বেগম বাদী হয়ে বাবা আসাদুল খানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ছেলে হত্যার ঘাতক বাবা আসাদুল খানকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি কামরুজ্জামান মিয়া।
তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, হত্যা মামলা হয়েছে। ঘাতক বাবা আসাদুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৯:০৬ ● ৩১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ