বাবুগঞ্জে অটো ড্রেনক্লিনার’র উদ্ভাবককে অনুদান প্রদান

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে অটো ড্রেনক্লিনার’র উদ্ভাবককে অনুদান প্রদান
বুধবার ● ২৩ জুন ২০২১


বাবুগঞ্জে অটো ড্রেনক্লিনার’র উদ্ভাবককে অনুদান প্রদান

বাবুগঞ্জ(বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

 

বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা গ্রামের তরুন উদ্ভাবক ওবায়েদুল ইসলামকে নগদ অর্থ প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার (২৩ জুন) দুপুরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমীনুল ইসলাম তার নিজ কার্যালয়ে বসে এ ক্ষুদে বিজ্ঞানী ওবায়দুলের হাতে  নগদ ৩০হাজার টাকা তুলে দেন।
ইউএনও আমীনুল ইসলাম বলেন, “অটো ড্রেন ক্লিনার প্রযুক্তিটির প্রদর্শনী দেখেছি। বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার স্যারের নির্দেশনায় এ প্রযুক্তিটি ঢাকায় বিজ্ঞান জাদুঘর উপ -পরিচালক কে দেখানোর জন্য পাঠানো হবে। এতে  খরচ বাবদ ৩০হাজার টাকা ওবায়দুল ইসলামকে দেয়া হয়েছে।
এসময় ওবায়দুল ইসলাম সাংবাদিকদের বলেন, অটো ড্রেন ক্লিনার হচ্ছে একটি শহর পরিচ্ছন্ন রাখার মডেল প্রযুক্তি। এটি বৃহৎ পরিসরে বাস্তবায়িত হলে নগর কর্তৃপক্ষ পৌরসভা বা সিটি করপোরেশনের ব্যয় কমবে। লোকবলের দরকার হবে না। সেই শ্রমশক্তি অন্যত্র ব্যবহার করবে। অটো ড্রেন ক্লিনার কী এবং এর কাজের পরিধি কত, এমন প্রশ্নে তিনি বলেন, অটো ড্রেন ক্লিনার হচ্ছে সেন্সর-নির্ভর এবং মাইক্রো প্রসেসর নিয়ন্ত্রিত একটি পদ্ধতি। এই পদ্ধতির সেন্সরের কাজ ড্রেনে ময়লা-আবর্জনার স্তর শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে সেই স্তর ভেঙে দিয়ে প্রেপাম্পের মাধ্যমে পানির গতি বাড়িয়ে নির্ধারিত র্দূরত্বে ময়লা-আবর্জনা পৌঁছে দেওয়া। সর্বশেষ সেন্সরটি থাকবে ড্রেনের ‘বহির্গমন’ পয়েন্টে। সেখানে ড্রেনের পানি নদী/খালে নির্গমন না হয়ে যদি উল্টো প্রবেশ করে, তাহলে বহির্গমন পয়েন্টের সেন্সর সক্রিয় হয়ে নদী বা খালের পানির স্তর ড্রেনের পানির স্তরের নিচে না নেমে আসা অবধি পুরো প্রক্রিয়াটি নিস্ক্রিয় করে রাখবে।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪১:২৮ ● ২৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ