গোপালগঞ্জে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন
মঙ্গলবার ● ২২ জুন ২০২১


গোপালগঞ্জে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গোপালগঞ্জে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (২২ জুন) ভোর ৬টা  থেকে শুরু হওয়া এ লকডাউন চলবে আগামী ৩০জুন মধ্যরাত পর্যন্ত। গোপালগঞ্জের পাঁচ উপজেলাতেই লকডাউন কঠোরভাবে পালন করা হচ্ছে।  একইসঙ্গে শহরের প্রত্যেক প্রবেশ পথে বসানো হয় চেকপোস্ট। করোনা সংক্রমন রোধে জনসচেতনতা ও জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে এবং সকলকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
জেলায় সরকারি নির্দেশনা মেনে সর্বাত্মক লকডাউন চলছে। সকাল থেকে বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ। জরুরীসেবা ছাড়া সকল ধরনের গনপরিবহন বন্ধ রয়েছে। বীনা প্রয়োজনে ঘরের বাইরে বের হলেই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ শহরের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে ইজিবাইক, রিকশা, মোটরবাইকসহ ব্যক্তিগত সব ধরনের যানবাহন ও সাধারনের চলাচল নিয়ন্ত্রন করা হচ্ছে। ছোট যানবাহনের আরোহীকেও চিকিৎসা ছাড়া চলাচলে নিষেধ করা হচ্ছে। পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে চলতে সর্বসাধারনকে পরামর্শ দিচ্ছে প্রশাসন। সড়কে যানবাহনের পাশাপাশি মানুষের চলাচলও কম দেখা গেছে। তবে জরুরি সেবা ও পণ্যবাহী যানবাহন চলাচল করছে। শহরের প্রতিটি মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ।
এদিকে গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় ১৩৬ জনের নমুনা পরিক্ষা করে ৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার অধিকাংশ’র শরীরে ভারতীয়  ভ্যারিয়েন্ট বলে ধারনা করছেন চিকিৎসকরা। এ পর্যন্ত গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৫ জন।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩২:০১ ● ৭৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ