বাবুগঞ্জে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
মঙ্গলবার ● ২২ জুন ২০২১


বাবুগঞ্জে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

বাবুগঞ্জ(বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের বাবুগঞ্জে অবাধ, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে উপজেলার ৪ টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দেহেরগতি ও কেদারপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিজয় হয়েছে। এছাড়া মাধবপাশা ইউনিয়নে জাতীয় পার্টি ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
প্রথমবারের মতো বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নে ইভিএম পদ্বতিতে ভোট গ্রহন করা হয়েছে। এতে আনারস প্রতীকের প্রার্থী কামরুল হাসান খান ৬ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী তারিকুল নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৮ ভোট। কেদারপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নুরে আলম ৬ হাজার ৬৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী জামাল উদ্দিন হাতুরি প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৩৬ ভোট। দেহেরগতি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মশিউর রহমান ৮ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী রকিবুল হাসান খান হাতুরি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫১ ভোট। মাধবপাশা ইউনিয়নে জাতীয় পার্টিও মনোনীত নাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ ছিদ্দিকুর রহমান ৬ হাজার ৩১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩১০ ভোট। উপজেলা ৪ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৩ হাজার ১৩৫ জন।

এএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৫:৫৪ ● ১৩৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ