গোপালগঞ্জে কঠর লকডাউনে চলছে এনজিও’র কিস্তি আদায়!

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে কঠর লকডাউনে চলছে এনজিও’র কিস্তি আদায়!
মঙ্গলবার ● ২২ জুন ২০২১


গোপালগঞ্জে কঠর লকডাউনে চলছে এনজিও’র কিস্তি আদায়!

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে সাত দিনের কঠোর লকডাউন এর মধ্যেও থেমে নেই গ্রামীণ ব্যাংকসহ অন্যান্য এনজিওগুলোর কিস্তি আদায়।  মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন জারিতে পাঁচটি জেলা লকডাউন এর মধ্যে গোপালগঞ্জ জেলা রয়েছে।  করোনার প্রাদুর্ভাব  বেড়ে  যাওয়ায় এ জেলা ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত  লকডাউন ঘোষণা দেয়। লকডাউন কার্যকর করার জন্য  মাঠে নেমেছে প্রশাসন। এ কারনে মঙ্গলবার (২২ জুন) থেকে সাধারণ দরিদ্র পরিবারগুলো আয়  বন্ধ হয়ে গেছে।  সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া  গ্রামের প্রদীপ সরকার বলেন, আমি একজন সাধারন মোবাইল মেকার।  লকডাউনে বাজারের দোকানপাট সব বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার আয় বন্ধ হয়ে গেছে। এই লকডাউনের মধ্যে  গ্রামীণ ব্যাংকের কিস্তি দিতে হয়েছে। কিস্তি দেওয়ার কারণেই লকডাউনের  একসপ্তাহ ছেলেমেয়ে নিয়ে কি খেয়ে বেঁচে থাকব।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৩:২১ ● ৮৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ