তজুমদ্দিনে বৃষ্টিতেও কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ভীড়

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তজুমদ্দিনে বৃষ্টিতেও কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ভীড়
সোমবার ● ২১ জুন ২০২১


তজুমদ্দিনে বৃষ্টিতেও কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ভীড়

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চলছে ইউপি নির্বাচন। সকাল ৮ থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। ভোলার তজুমদ্দিন উপজেলার ৩ ইউপিতে চলছে ভোট গ্রহণ। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের দীর্ঘ সারি। কোনো প্রকার বাধা ছাড়াই উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। বহিরাগতদের মহড়া নিয়ে  কয়েকজন ইউপি চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করেছেন। তারা বলেন, এসব বহিরাগতরা কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। তবে সকল ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান।
জানা যায়, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর, শম্ভুপর ও চাঁচড়া ইউনিয়নে চলে এ নির্বাচন। এরমধ্যে শম্ভুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান ও আ’লীগ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরিদ দলীয় প্রতিক (নৌকা), ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মাও. যুবায়ের হোসেন দলীয় প্রতিক (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ’লীগ সদস্য অধ্যক্ষ মঈনুদ্দিন (আনারস) ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ রাছেল (মোটরসাইকেল)।
এছাড়া চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর দলীয় প্রতীক (নৌকা), ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মাও. আবুল কাশেম দলীয় প্রতীক (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল্যাহ কিরন (অটো রিকসা), মহিলালীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু (মোটরসাইকেল), চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার (আনারস)।
অন্যদিকে চাঁচড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবেক চেয়ারম্যান ও আ’লীগ যুগ্ম সম্পাদক আবু তাহের দলীয় প্রতিক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী চাঁচড়া ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান (আনারস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ নির্বাচনে তিনটি ইউনিয়নে মোট ৭২ হাজার ৫শত ৫২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে নির্বাচন অফিস সূত্রে।

আরএস/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩১:১০ ● ১০০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ