আমতলীতে শান্তিপূর্ণ ইউপি নির্বাচন সম্পন্ন

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে শান্তিপূর্ণ ইউপি নির্বাচন সম্পন্ন
সোমবার ● ২১ জুন ২০২১


আমতলীতে শান্তিপূর্ণ ইউপি নির্বাচন সম্পন্ন

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সোমবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনে নাতনি শিউলীর সহযোগীতায় উত্তর তক্তাবুনিয়া গ্রামের শতবর্ষী নারী হাজেরা বেগম, পশ্চিম সোনাখালী গ্রামের আম্বিয়া বেগম, দক্ষিণ সোনাখালী গ্রামের প্রতিবন্ধি আব্দুস ছাত্তার ও গোজখালী গ্রামের নাতি নাশির সিকদারের কোলে চড়ে এসে তাজেম আলী সিকদার ভোট দিলেন। ১০৫ বছর বয়সী তাজেম আলী সিকদার বলেন, গত ১০ বচ্চরে মুই ভোট দেতে আইনায়। এইবার আইলাম। মুই সুন্দর মোতো নাতির কোলো বইয়্যা ভোট দিছি। মোর অ্যাকছের ভালো লাগছে।
জানাগেছে, উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সোমবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে।  ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ নির্বাচনে নাতনির সহযোগীতায় উত্তর তক্তাবুনিয়া গ্রামের শতবর্ষী নারী হাজেরা বেগম, পশ্চিম সোনাখালী গ্রামের আম্বিয়া বেগম, দক্ষিণ সোনাখালী গ্রামের প্রতিবন্ধি আব্দুস ছাত্তার ও গোজখালী গ্রামের তাজেম আলী সিকদার নাতি নাশির সিকদারের কোলে চড়ে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। এদিকে শুধু চাওড়া ইউনিয়নে ইভিএম সম্পর্কে ভোটাররা অনভিজ্ঞ থাকায় ভোট নিতে কিছুটা বিলম্ব হয়েছে। গুলিশাখালী ইউনিয়নের আঙ্গুলকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় সকাল ১০ টার দিকে ব্যালট পেপারে অবৈধভাবে ছিল দেয়ার অভিযোগ উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবাহান লিটনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ কাওসার আলম গ্রেফতার করেন।
উপজেলার চাওড়া ইউনিয়নের শেখ হাসিনা টেকনিক্যাল সরকারী স্কুল, চালিতাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাতাকাটা মেহের আলী দাখিল মাদ্রাসা, হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়, আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম সোনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন সোনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুকুয়া ইউনিয়নের শহীদ সোহরাওয়াদী মাধ্যমিক বিদ্যালয়, কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়, ঘোজখালী মাধ্যমিক বিদ্যালয় ও গুলিশাখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পবিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন।
দক্ষিণ সোনাখালী গ্রামের ৮০ বছরের বৃদ্ধ প্রতিবন্ধি আব্দুস ছাত্তার খান বলেন, খুব সুন্দর পরিবেশে ভোট দিয়েছি। এতো সুন্দর ভোট গত কয়েক বছরে দেই নাই।
উত্তর তক্তাবুনিয়া গ্রামের ১০০ বছরের বৃদ্ধা নারী হাজেরা বেগম বলেন, মোরো আল্লায় শ্যায় বয়সে ভোট দেওয়াইছে মুই মোর পছন্দের মানেরো ভোট দিছি।
কাউনিয়া গ্রামের মোঃ নজরুল ইসলাম বলেন, ইভিএমএ ভোট দেয়ার মজাই আলাদা। জীবন এই প্রথম ইভিএমএ ভোট দিয়েছি।
আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম বলেন, সকলের সার্বিক সহযোগীতায় অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

 

 

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০২:২৪ ● ১২৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ