ইউপি নির্বাচন চরফ্যাশনে নির্বাচনী সহিংসতায় গুলিতে যুবক নিহত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ইউপি নির্বাচন চরফ্যাশনে নির্বাচনী সহিংসতায় গুলিতে যুবক নিহত
সোমবার ● ২১ জুন ২০২১


---

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরফকিরা কো-ইড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মনির হোসেন নামক যুবক নিহত হয়। এ ঘটনায় আহত হয় ১২জন। নিহত ব্যক্তির নাম মনির হোসেন (২৩)। তিনি হাজারীগঞ্জ ৫নং ওয়ার্ডের বাসিন্দা। শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রের বাইরে ভোট চাওয়া নিয়ে ফুটবল প্রতীকের মেম্বারপ্রার্থী ইয়াছিন মাঝি ও টিউবওয়েল প্রতীকের মেম্বারপ্রার্থী ইউসুফ সিকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি ছররা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মনিরের মৃত্যু হয়। আহত হয় আলাউদ্দিন (৩৫), তাছলিমা বেগম (৩০) ও লিজা নামের চার বছরের এক শিশুসহ ১২জন। এদের মধ্যে ৩জন গুলিবিদ্ধ হয়েছে। চরফ্যাশন উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সুভন বসাক জানান, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএ/এনবি

বাংলাদেশ সময়: ১৬:০৬:২৬ ● ১৩৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ