নেছারাবাদে প্রধানমন্ত্রীর ঘর পেলেন দু’শ চার পরিবার

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে প্রধানমন্ত্রীর ঘর পেলেন দু’শ চার পরিবার
রবিবার ● ২০ জুন ২০২১


নেছারাবাদে প্রধানমন্ত্রীর ঘর পেলেন দু’শ চার পরিবার

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে মুজিববর্ষের উপহার আশ্রায়ন প্রকল্প-২ এর দ্বিতীয় পর্যায় ঘর পেলেন ২০৪ জন। রবিবার (২০ জুন) সকালে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালী উদ্বোধনের পর ভূমি ও গৃহহীনদের হাতে জমি ও ঘরের যাবতীয় কাগজপত্রসহ ঘরের চাবী হস্তান্তর করা হয়।
উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার মোঃ মোশারেফ হোসেনের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) মোঃ বশির গাজীর সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, নার্গিস জাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, স্বরূপকাঠী প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম প্রমুখ।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৪:২০ ● ৫১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ