নিরপে নির্বাচনের বিকল্প নেই : শাফিন আহমেদ

প্রথম পাতা » রাজনীতি » নিরপে নির্বাচনের বিকল্প নেই : শাফিন আহমেদ
সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯


ফাইল ছবি
ঢাকা সাগরকন্যা অফিস ॥
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী শাফিন আহমেদ বলেছেন, ভোটারদের সম্মান রার্থে অবাধ ও নিরপে নির্বাচনের বিকল্প নেই। শাফিন আহমেদ আশা প্রকাশ করে বলেন, অবশ্যই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজধানীর মানুষ গতানুগতির রাজনীতির ধারার পরিবর্তন চায়, সেটা আমাদের মাধ্যমেই সম্ভব।

এ সময় শাফিন আহমেদ বলেন, উন্নয়নের ঢাকার পথিকৃৎ হচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। তিলোত্তমা ঢাকার শুরু হুসেইন মুহম্মদ এরশাদের হাত দিয়েই। আমরা এরশাদের উন্নয়নের ধারাবাহিকতা এগিয়ে নিতে চাই। পান্থপথ, বেড়িবাঁধ, রোকেয়া সরণি, আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে সব উন্নয়নের সঙ্গেই হুসেইন মুহম্মদ এরশাদের ছোঁয়া লেগে আছে। ঢাকাবাসী এখনো মনে রেখেছে হুসেইন মুহম্মদ এরশাদ এবং লাঙলের অবদান। তাই রাজধানীর উন্নয়ন ভাবতে গেলেই, হুসেইন মুহম্মদ এরশাদের অবদান স্মরণ করতে হবে।

দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে নির্বাচনী প্রচারণাকালে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন শাফিন আহমেদ। এ সময় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান জয়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিল্টন মেল্যা, যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা আলহাজ মহিবুল্লাহ, মো. গোলাম মোস্তফা, আবদুস সাত্তার, আবদুল আজিজ খান, মো. রফিকুল ইসলাম, জাকির হোসেন মৃধা, আনোয়ার হোসেন তোতা, সোলায়মান সামি উপস্থিত ছিলেন। এরপরে বনানী ও গুলশানের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শাফিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬:২০:০৫ ● ৫১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ