কাউখালীতে মহিলা পরিষদের মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে মহিলা পরিষদের মানববন্ধন
বৃহস্পতিবার ● ১৭ জুন ২০২১


কাউখালীতে মহিলা পরিষদের মানববন্ধন

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

মৃত্যুর পর বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’ দেওয়ার ক্ষেত্রে নারী ইউএনও’দের বাদ দিয়ে বিকল্প খুঁজতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রস্তাব বাতিলের দাবিতে কাউখালীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে কাউখালী উপজেলা সড়কে  এক মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় প্রস্তাবের প্রতি তীব্র নিন্দাও জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের কাউখালী শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার, সাধারন সম্পাদক শাহীদা হক, সাবেক সভাপতি জাহানুর বেগম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে ইউএনওর বিকল্প চেয়ে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ নারীর ক্ষমতায়ন, আইন ও সংবিধানবিরোধী। ইউএনও পদটি নারী কিংবা পুরুষ নয়, এটি একটি প্রতিষ্ঠান। তাই এই পদে যিনি থাকবেন, তাঁকে তাঁর দায়িত্ব পালন করতে দিতে হবে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৯:৩০ ● ৩৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ