কুয়াকাটায় মাছের ঘেরে বাঁধ কাটার অভিযোগ

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় মাছের ঘেরে বাঁধ কাটার অভিযোগ
মঙ্গলবার ● ১৫ জুন ২০২১


কুয়াকাটায় মাছের ঘেরে বাঁধ কাটার অভিযোগ

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

কুয়াকাটার মাইটভাংগা গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে মাছের ঘেরের বাঁধ কেটে ফেলার অভিযোগ উঠেছে। চাচার দখলে থাকা ঘেরটি গেল শুক্রবার ভাতিজা কবির মোল্লা জোরপূর্বক কেটে ফেলেছে। এতে চাচার প্রায় বারো লক্ষা টাকার মাছ খালে বিলে ভেসে যায়।  এমন অভিযোগে এনে মঙ্গলবার (১৫ জুন) সকাল ১০ টায় ভুক্তভোগী লতিফ মোল্লা কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
লিখিত বক্তব্যে লতিফ মোল্লা বলেন, প্রতিকার চেয়ে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ জনপ্রতিনিদের সহযোগিতা চেয়েছি। কোন বিচার পাইনি। শেষ আশ্রয়স্থল হিসেবে সংবাদকর্মীদের শরণাপন্ন হয়েছি। সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি জানান, কবির মোল্লাসহ স্থানীয় একটি মহলে যোগসাযোগে পরিকল্পিতভাবে তার এ সর্বনাশ করেছে।
এ বিষয়ে অভিযুক্ত কবির মোল্লা বলেন, মাছের ঘেরসহ পারিবারিক সম্পত্তির মালিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।  ওইসব বিষয়ে  নিস্পত্তি না হওয়ায় মাছের ঘেরের বাঁধ কেটেছি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এসব বিষয়ে কেউ থানায় লিখিত বা মৌখিক আভিযোগ করেননি। অভিযোগ পেলে খতিয়ে দেখবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন ওসি।

কেএআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৫:২৪ ● ৫৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ