গলাচিপায় নিরাপদ প্রসব নিশ্চতকরণ শীর্ষক প্রশিক্ষণ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় নিরাপদ প্রসব নিশ্চতকরণ শীর্ষক প্রশিক্ষণ
রবিবার ● ১৩ জুন ২০২১


গলাচিপায় নিরাপদ প্রসব নিশ্চতকরণ শীর্ষক প্রশিক্ষণ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চতকরণে স্বেচ্ছাসেবকদের ক্ষমতা বৃদ্ধি, ভূমিকা ও করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিবার পরিকল্পনার উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। এতে বক্তারা বলেন, ডেলিভারি নিশ্চিত করণে স্বেচ্ছাসেবকদের ক্ষমতা বৃদ্ধি, ভূমিকা ও করণীয় শীর্ষক প্রশিক্ষনের মাধ্যমে সহজেই মানুষের ডেলিভারি সম্পন্ন হবে। এ জন্য সকল প্রকার প্রশিক্ষনের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের আরো দক্ষ হিসেবে গড়ে তোলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ডা. শাহরিয়ার, ডা. মেজবাহউদ্দিন, ডা. মো. মনির, সেবিকা স্বরেসতী, সেবিকা সোনেকা, সেবিকা নাসরিন প্রমুখ।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৬:১২ ● ২৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ