স্বাভাবিক প্রসবে উৎসাহিত করণ- ফুলবাড়ী হাসপাতালে নবজাতকদের উপহার প্রদান শুরু

প্রথম পাতা » রংপুর » স্বাভাবিক প্রসবে উৎসাহিত করণ- ফুলবাড়ী হাসপাতালে নবজাতকদের উপহার প্রদান শুরু
রবিবার ● ১৩ জুন ২০২১


ফুলবাড়ী হাসপাতালে নবজাতকদের উপহার প্রদান শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ীতে স্বাভাবিক প্রসব উৎসাহিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবকারী দু‘জন মায়ের হাতে শিশুর বেড ও মশারী উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
রবিবার  (১৩ জুন) দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসব উৎসাহিত করনে নবজাতকদের উপহার সামগ্রী প্রদানের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান বলেন, এখন থেকে যে প্রসূতি মা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসব করবেন তাদেরকে এই ধরণের উপহার সামগ্রী প্রদান করা হবে। আমাদের মিডওয়াইফ হিসাবে ৬ জন দক্ষ সেবিকা রয়েছে, হাসপাতালে স্বাভাবিক প্রসবে আসা প্রসূতি মা যেকোন জঠিলতায় পড়লে তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা ফ্রি এ্যামবুলেন্স সেবা দিব।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫৬:২৩ ● ২৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ