মহিপুরে দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » মহিপুরে দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ
শনিবার ● ১২ জুন ২০২১


মহিপুরে দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর মহিপুুরে বেসরকারী উন্নয়নমূলক সংস্থা গুড নেইবারস এর উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ ও জাতীয় শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

শনিবার (১২)জুন বিকেলে মোয়াজ্জেমপুর সিনিয়র মারদাসা প্রাঙ্গণে
বাছাইকৃত দুস্থ ৩০ পরিবারের মাঝে ১ টি করে ছাগল বিতরণ ও জাতীয় শিশু শ্রম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গুড নেইবার বাংলাদেশের সিডিপি ম্যানেজার কিরন বাড়ৈ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ও আইজি অফিসার পরাগ ডি রোজারিও এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান হাজী ফজলু গাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রব খান, মোয়াজ্জেমপুর মাদরাসার সুপার মাও:আবুবক্কর সিদ্দিক, সংরক্ষিত নারী ইউপি সদস্য ছকিনা বেগম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার সমিরন বিশ্বাস, এডমিন এসোসিয়েট সাজু মিয়া, এনজিওর মহিলা সমবায় সভানেত্রী মুকুল অন্যতম। এসময় সভাপতির বক্তব্যে সংস্থার কিরণ বাড়ৈ বলেন গুড নেইবর বাংলাদেশে দীর্ঘদিন ধরে খুব সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আমরা মুলত এই এলাকায় শিশুদের নিয়ে কাজ করতেছি যাতে শিশুরা অল্প বয়সে না ঝড়ে পরে তাই তার পরিবার কে আমরা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করতেছি। আমরা সমাজের পিছিয়ে পরা এবং দুস্থ অসহায় দের ঘুড়ে দাঁড়ানোয় সহযোগিতা করছি।


এনইউবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৯:১১ ● ৮৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ