তজুমদ্দিনে ৪ জেলের কারাদন্ড, জালে আগুন ও নৌকা নিলাম

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে ৪ জেলের কারাদন্ড, জালে আগুন ও নৌকা নিলাম
সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯


ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত ৪ জেলে।

তজুমদ্দিন  (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥
ভোলার তজুমদ্দিনে অবৈধ কারেন্টজাল দিয়ে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার দাস  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন। এসময় আটককৃত ৫ হাজার মিটার কারেন্টজালে আগুন এবং জেলেদের ব্যবহৃত কাঠের নৌকাটি প্রকাশ্যে নিলাম দেয়া হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, সোমবার সকালে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড যৌথ ভাবে তজুমদ্দিনের মেঘনায় অবৈধ জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এসময় চরলাদেন এলাকায় মাছ ধরার সময় আঃ রহিম (৩০), মোঃ বেলাল (২২), মোঃ মিরাজ (২৫) ও সালাউদ্দিন (২৫) কে অবৈধ কারেন্ট জালসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।  কোস্টগার্ড কমান্ডার মোনায়েম হোসেন জানান, আটককৃত ৫ হাজার মিটার কারেন্টজাল আগুনে পুড়ে বিনাস করা হয় এবং জেলেদের ব্যবহৃত জব্দ করা একটি পুরাতন কাঠের নৌকা  প্রকাশ্যে নিলামে ৫ হাজার টাকা বিক্রি করা হয়।

আরএস/এনইউবি

বাংলাদেশ সময়: ১৬:১০:২৪ ● ৫৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ