ফুলবাড়ীতে অনলাইনে ভূমি সেবা বিষয়ক অবহিতকরণ সভা

প্রথম পাতা » রংপুর » ফুলবাড়ীতে অনলাইনে ভূমি সেবা বিষয়ক অবহিতকরণ সভা
মঙ্গলবার ● ৮ জুন ২০২১


ফুলবাড়ীতে অনলাইনে ভূমি সেবা বিষয়ক অবহিতকরণ সভা

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” প্রতিপাদ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে অনলাইনে ভূমি উন্নয়ন সংক্রান্ত হোল্ডিং রেজিস্ট্রেশন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংক্রান্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ কানিজ আফরোজ। অনুষ্ঠানে জনগণের মাঝে অনলাইনে হোল্ডিং রেজিস্ট্রেশন করার নানা দিক তুলে ধরে মূল আলোচনায় অংশ নেন তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, ভূমি কর প্রদানের জন্য জাতীয় পরিচয়পত্র, ছবি, ফোন নম্বর ও জমির পূর্বের খাজনা খারিজের কপি দিয়ে এই সেবা নেয়া যাবে ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন জানান, “বর্তমান সরকারের ডিজিটাল কার্যক্রমের অন্যতম একটি ধাপ হচ্ছে ভূমি সেবার ডিজিটালাইজেশন। এতে করে জনগণের জমি-জমা সংক্রান্ত ভীতি দূর হবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভঅপতি মোঃ হারুন-উর-রশীদ, প্রচার সম্পাদক মোঃ আল হেলাল চৌধুরী প্রমূখ।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৬:৫৯ ● ৪৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ