নাজিরপুরে কালর্ভাটের বেহাল দশা, জনদূর্ভোগ

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে কালর্ভাটের বেহাল দশা, জনদূর্ভোগ
সোমবার ● ৭ জুন ২০২১


নাজিরপুরে কালর্ভাটের বেহাল দশা, জনদূর্ভোগ

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরাকাঠী বন্দরের প্রবেশ মুখে কালর্ভাটের বেহাল দশার কারনে দূর্ভোগ পোহাচ্ছে পথচারীসহ বন্দর ব্যবসায়ীরা। বাজারে সংযোগ কালর্ভাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে আর জোড়াতালি দিয়ে প্রতিনিয়ত এ ভাঙ্গা কালর্ভাটের উপর দিয়ে চলাচল করছে বন্দরে আসা হাজার হাজার ক্রেতা বিক্রেতাসহ শত শত ভ্যান, রিক্সা, মালবাহী যানবাহন।
বাজার ব্যবসায়ীরা জানান, এ বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষ কেনা-কাটা করার জন্য আসে। মালবাহী যানবাহন বাজারে ঢুকতে না পাড়ায় আমাদের বিকল্প পথে মাল দোকানে আনতে গিয়ে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ভুক্তভোগীরা দ্রুত কালর্ভাটি সংস্কারের দাবি জানিয়েছেন। সরেজমিন দেখা গেছে, কালর্ভাটির বেশির ভাগই ভেঙে পড়েছে। লোহার ইস্পাত দিয়ে কোন রকমে একটু চলার উপযোগী করেছে। মালবাহী যানবাহন ঢুকতে পারে না এ ব্রীজ থেকে। বাই সাইকেল, মটরসাইকেল অনেক কষ্টে চলাচল করতে পারে। ক্ষোভ প্রকাশ করে বাজার ব্যবসায়ী মাসুম হাওলাদার এবং নাঈম ফকির বলেন, এ  ব্রীজবিকল হওয়ার কারনে আমরা ব্যবসায় অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছি। আমরা চাই এখানে একটি মজবুত এবং টেকসই কালর্ভাট অতি দ্রুত সময় যেন নির্মান করা হয়। এ বিষয় উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, কালর্ভাটি নতুন ভাবে নির্মান করার জন্য প্রক্রিয়া চলমান।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৩:১২ ● ৭৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ