ফুলবাড়ীতে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত

প্রথম পাতা » রংপুর » ফুলবাড়ীতে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত
শনিবার ● ৫ জুন ২০২১


ফুলবাড়ীতে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুর ফুলবাড়ীতে শনিবার (৫ জুন) সকাল ১০ টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে উপজেলার প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২১ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে ভেটেরিনারি সার্জন ডা. নেয়ামত আলীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবীব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান মনিক রতন, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স। এছাড়াও বক্তব্য রাখেন ডেইরি এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ইসলাম, ভেটেরিনারি এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শাকিল মন্ডল, খামারী মতিবুল ইসলাম প্রমুখ।

শেষে প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নেওয়া খামারীদের মাঝে থেকে তিনজন বিজয়ীর হাতে চেক ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়। প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা তাদের গরু-ছাগলসহ বিভিন্ন পশুপাখি প্রদর্শনে স্টলে অংশ নেন।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২১:১০:৪০ ● ২৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ