বাবুগঞ্জে গাছ কাটায় বাঁধা দেয়ায় পিটিয়ে জখম-৩

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে গাছ কাটায় বাঁধা দেয়ায় পিটিয়ে জখম-৩
শুক্রবার ● ৪ জুন ২০২১


বাবুগঞ্জে গাছ কাটায় বাঁধা দেয়ায় পিটিয়ে জখম-৩

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর গ্রামে জোরপূর্বক গাছ কেটে নেওয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় মা ছেলেসহ ৩ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। এঘটনায় বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা গেছে , উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর মৌজার ২৪২ নং খতিয়ানের ১১৮৩, ১১৮৪, ৮০৫, ও ৭৯৬ নং দাগের ৮ শতাংশ জমি ও একটি রেন্টি গাছ ক্রয় করেন আসমা বেগমের স্বামী দেলোয়ার হোসেন। ক্রয় করা জমি দীর্ঘদিন ধরে জোর পূর্বক রোপন কৃত গাছ কেটে জমি দখল চেষ্টা করে স্থানীয় জেলাল হাওলাদার । এই ঘটনায় স্থানীয়দের কাছে অভিযোগ করলে তারা শালিস মিমাংসা করলেও সালিশ মীমাংসা তোয়াক্কা না করে আদালতে মামলা দায়ের করে জেলাল হাওলাদার। বিজ্ঞ আদালতে উভয় পক্ষের কাগজপত্র দেখতে বললে জেলাল হাওলাদার কোনো কাগজপত্র দেখাতে না পারার আদালত মামলাটি খারিজ করে দেয়।  ঘটনার দিন বুধবার দুপারে ক্রয় করা জমি থেকে গাছ কাটার চেষ্টা করলে আসমা বেগমের পরিবার বাধা প্রদান করে। এসময় ক্ষিপ্ত হয়ে জেলাল হাওলাদার, জহিরুল, রবিউলসহ সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালিয়ে ৩ জনকে আহত করে। এসময় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেয়েছেন আসমা বেগম এর পরিবার। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান বলেন, গাছ কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।নধ


এএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৯:১৮ ● ৩৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ