নেছারাবাদে খাল ভরাটের দায়ে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে খাল ভরাটের দায়ে জরিমানা
রবিবার ● ৩০ মে ২০২১


নেছারাবাদে খাল ভরাটের দায়ে জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে খাল ভরাট করে দখল করার দায়ে সোহাগ নামে এক ব্যক্তিকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (৩০ মে) দুপুরে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন।
সোহাগ উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের মো. হালিম মিয়ার ছেলে। জানাগেছে, থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই দিন দুপুরে উপজেলার পশ্চিম সোহাগদল শহিদ স্মৃতি এলাকায় অভিযান চালিয়ে ইমারত নির্মান আইনে সোহাগকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং ২৪ ঘন্টার মধ্যে ভরাটকৃত বালু অপসারণের নির্দেশ দেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:১৩:২৯ ● ১৩৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ