আমতলীতে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
শনিবার ● ২৯ মে ২০২১


আমতলীতে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

জমি নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধ সোনা মিয়া শুনু হাওলাদার (৭০) হত্যা মামলার মুল আসামী মোস্তফা মাতুব্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ মে) সকালে গলাচিপা উপজেলার গোলখালী গ্রাম থেকে তাকে  গ্রেপ্তার করা হয়।  ওইদিন বিকেলে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানাগেছে, উপজেলার পূর্ব সোনাখালী গ্রামের সোনা মিয়া শুনু হাওলাদারের সাথে তার ফুফুাতো ভাই পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের কাঞ্চনবাড়ীয়া গ্রামের মেনাজ ফকিরের সাথে এক একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২০ এপ্রিল  সন্ত্রাসী নিয়ে ওই বিরোধীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায় মামলার মুল আসামী মোস্তফা মাতুব্বর। এতে বাঁধা দিলে বৃদ্ধ সোনা মিয়া শুনু হাওলাদারকে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন নিহতের ছেলে জালাল হাওলাদার বাদী হয়ে মোস্তফা মাতুব্বকে আসামী করে আমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার এক মাস ৯ দিন পর আমতলী থানার ওসি (তদন্ত)  রনজিত কুমার সরকার হত্যার মুল হোতা মোস্তফাকে গ্রেপ্তার করে। পুলিশ ওইদিন বিকেলে তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, হত্যা মামলার মুল আসামী মোস্তফাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৮:২১ ● ৯৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ