বামনায় দূর্যোগ কবলিত এলাকা পরিদর্শণে ত্রাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » বরগুনা » বামনায় দূর্যোগ কবলিত এলাকা পরিদর্শণে ত্রাণ প্রতিমন্ত্রী
শনিবার ● ২৯ মে ২০২১


বামনায় দূর্যোগ কবলিত এলাকা পরিদর্শণে ত্রাণ প্রতিমন্ত্রী

বামনা (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বাংলাদেশ সরকারের ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান শনিবার (২৯ মে) ঘূর্ণিঝড় ইয়াসে বামনা উপজেলার ক্ষতি গ্রস্থ এলাকা ও নতুন বাজারে ত্রানের নির্মাণাধীন ত্রাণের ঘর,  সদর আর রশিদ ফাজিলমাদরাসা, ফায়জুন্নেসা মহিলা ডিগ্রীকলেজ পরিদর্শন করেন।  পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশে মিলিত হন।
উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধার সভাপতিত্তে সুধী সমাবেশে  প্রধান অতিথি ছিলেন ত্রান প্রতিমন্ত্রী ডাঃমোঃ এনামুর রহমান। সভায় বক্তব্য রাখেন  কাঠালিয়ার উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির,বামনা উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার,কাঠালিয়ার উপজেলা নিবাহী অফিসার সুফল চন্দ্র গোলদার,অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, ষ্টারলিং গ্রুপের পরিচালক মোঃ মনিরুল ইসলাম সেন্টু মন্ত্রী সাহের সাথে ফোনে কথা বলে বামনার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।উল্লখ্য মন্ত্রী সাহেবের সাথে সেন্টু সাহেবের পরিচয় আছে থানার ওসি মো হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, অধ্যক্ষ মাওলানা মো ইউনুস আলী, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর মোল্লা, সাংবাদিক নেসার উদ্দিনও হাবিবুর রহমান প্রমূখ। পরে তিনি( মন্ত্রী)ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজে লা পরিদর্শনে যান।


এইচআর/এমআর

 

বাংলাদেশ সময়: ২০:২১:৫৪ ● ৮১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ