কুয়াকাটায় পর্যটন কেন্দ্র খুলে দেয়ার দাবি

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় পর্যটন কেন্দ্র খুলে দেয়ার দাবি
শনিবার ● ২৯ মে ২০২১


কুয়াকাটায় পর্যটন কেন্দ্র খুলে দেয়ার দাবি

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবিতে কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মে) বিকেলে কুয়াকাটা চৌরাস্তায় পর্যটন নির্ভর বিভিন্ন ব্যবসায়ী ও সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনে কয়েক শত মানুষ অংশ নেয়। তারা স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের সেবা দিতে প্রস্তুত বলে উল্লেখ করেছেন।
দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চাকা সচল করতে কুয়াকাটা পর্যটন কেন্দ্র খুলে দেয়ার দাবী জানিয়ে সরকারকে উদ্দেশ্য করে ব্যবসায়ি-জনতা বলেন, শপিংমল ও দূরপাল্লার বাস চলাচল শুরু হলেও এখনো পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়নি। দেশের অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই পর্যটন শিল্পকে দ্রুত খুলে দেওয়া না হলে দেশের অর্থনীতি আরো বিপর্যস্ত হবে। বক্তারা আরও বলেন, গত ১লা এপ্রিল থেকে পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এর সাথে জড়িত অন্তত পাঁচ হাজার মানুষ এখনও কর্মহীন। এসময় ট্যুর অপারেটস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), ট্যুরিস্ট গাইড, হোটেল-মোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্ট, ট্যুরিস্ট বোট এসোসিয়েশন, স্পীড বোট, ছাতা বেঞ্চ ব্যবসায়ী, বীচ ক্যামেরাম্যান, ফিস ফ্রাই, শুকটি ব্যবসায়ীসহ ১৬টি সংগঠনের ৫ শতাধিক ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নেয়।
বক্তব্য রাখেন, ট্যুর অপারেটস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, ট্যুর অপারেটস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনু প্রমুখ। মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সদস্য ও সমুদ্র বাড়ি রিসোর্ট’র পরিচালক জহিরুল ইসলাম মিরন। এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম বলেন, কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীদের দাবির বিষয়টি আমরা জেনেছি। সরকারের পক্ষ থেকে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার নির্দেশনা পেলে আমরা সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব।

এনইউবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৫:১৯ ● ৯৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ