রাঙ্গাবালীর চরমোন্তাজে হরিণ উদ্ধার

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীর চরমোন্তাজে হরিণ উদ্ধার
শুক্রবার ● ২৮ মে ২০২১


রাঙ্গাবালীর চরমোন্তাজে হরিণ উদ্ধার

গলাচিপা, (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় লোকালয় থেকে একটি হরিণ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিন গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস-জোয়ারের পানিতে ভেসে বন থেকে চরমোন্তাজের লোকালয়ে প্রবেশ করে হরিণটি। বুধবার বিকেলে চরবেস্টিন মাঝের চর গ্রামে প্রবেশ করলে স্থানীয় লোকজন দেখতে পায় কুকুরে ধাওয়া দিচ্ছে হরিণটিকে এসময় হরিণটি একটি ঘরে ঢুকে পড়ে। পরে হরিণটিকে উদ্ধার করে চরমোন্তাজ বন বিভাগে হস্তান্তর করেন স্থানীয়রা।

এ ব্যাপারে বন বিভাগের উপজেলার চরমোন্তাজ রেঞ্জ কর্মকর্তা নয়ন মেস্তুরী জানান, ধারণা করা হচ্ছে ঘূর্নিঝড় ইয়াসের কারনে হরিণটি বেস্টিনের মাঝের চর বন থেকে লোকালয় চলে আসে। হরিণটি প্রাথমিক চিকিৎসা শেষে সোনারচর বনে অবমুক্ত করা হবে।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৯:০০ ● ১০২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ