আমতলীতে ছাত্রলীগের প্রতিবাদ বিক্ষোভ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ছাত্রলীগের প্রতিবাদ বিক্ষোভ
বৃহস্পতিবার ● ২৭ মে ২০২১


আমতলীতে ছাত্রলীগের প্রতিবাদ বিক্ষোভ

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে যুবনেতা মোঃ আবুল কালাম আজাদকে নির্মমভাবে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়ার ঘটনায় বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।  বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
জানাগেছে, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে যুবনেতা মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোঃ হাসান মৃধা গত ২১ মে  রাতে দুর্বৃত্ত্বদের হামলার শিকার হয়।  দুর্বৃত্ত্বরা ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে আজাদের দুই হাতের বাহু, তালু, কব্জি, দু পায়ের হাটু, গোড়ালীসহ রগ  এবং হাসানের দু’হাতের বাহু ও কব্জি কেটে দেয়। দুর্বৃত্ত্বরা তাদের কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে যায়। যুবনেতা আজাদ বর্তমানে ঢাকার একটি  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজাদের উপর হামলাকারীদের বিচার ও গ্রেফতার দাবীতে ফুসে উঠেছে আমতলী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে হামলাকারীদের বিচার দাবীতে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ে সমাবেশ করে। উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুবল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবাহান লিটন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন সবুজ, ছাত্রলীগ নেতা সবুজ ম্যালাকার, তৌফিক আহম্মেদ সোহাগ, রাহাদ মৃধা, তৌহিদুল ইসলাম শুভ ও ইসফাক আহম্মেদ ত্বোহা।
সমাবেশে বক্তারা যুবনেতা আবুল কালাম আজাদের উপর নির্মমভাবে নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩১:৩০ ● ১৩৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ