কুয়াকাটায় উজ্ন্ত মাছ ধরার উৎসব

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় উজ্ন্ত মাছ ধরার উৎসব
বৃহস্পতিবার ● ২৭ মে ২০২১


কুয়াকাটায় উজ্ন্ত মাছ ধরার উৎসব

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

 

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোর প্রভাবে সমুদ্র ও নদীতে পাঁচ থেকে ছয় ফুট পানি বৃদ্ধি পেয়েছে।  তলিয়ে গেছে মাছের ঘেরসহ বেড়িবাঁধের বাইরে থাকা পুকুর। ভেসে গেছে চাষকৃত  মাছ। পুনরায় পূর্ণিমার জোয়ারের পানির সাথে ভেসে আসছে নানান প্রজাতির মাছ।
বৃহস্পতিবার বেলা ১২ টায় পটুয়াখালী জেলার লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা স্লুইসগেটের সংযোগ সড়ক তলিয়ে যায়। উপচে পড়া পানির সাথে সমান তালে নামছে মাছ। ওইসব মাছ কুড়াতে ব্যস্ত গ্রামবাসীরা।  এসময় দুরন্ত শিশুরাও মাছ শিকারে নেমেছিল। মাছ শিকারের সময় কথা হয় মাসুদ মৃধার সাথে। তিনি বলেন, প্রতি বছর এ মৌসুমে উৎসব করে তারা  উজন্ত মাছ ধরেন। বুধবার রাতে ৪-৫ জনের একটি দল ৪ মণ টেংরা মাছ ধরেছেন। বৃহস্পতিবার সকালে বাজারে নিয়ে ১১ হাজার টাকায় বিক্রি করেছেন এমনটাই জানিয়েছেন মাসুদ মৃধা। একই এলাকার ভ্যান চালক হানিফ মুসুল্লি বলেন,হাত দিয়ে ১০ কেজির মতো মাছ ধরে ছি। পারিবারিক চাহিদা মিটিয়ে  হানিফ মুসুল্লি প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি করেছেন। প্রতিদিন ২ বার কুয়াকাটা সহ সাগর উপকূলীয় এলাকার শত শত মানুষ দল বেধে মাছ ধরতে নামেন। জেলে শাহাদাৎ মৃধা বলেছেন,ধৃত মাছ গুলোর অধিকাংশই ডিমওয়ালা।


কেএআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৫৩ ● ১০২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ