ঘূর্ণিঝড় ইয়াস প্রভাবে-দুমকিতে জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

প্রথম পাতা » পটুয়াখালী » ঘূর্ণিঝড় ইয়াস প্রভাবে-দুমকিতে জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত
বুধবার ● ২৬ মে ২০২১


দুমকিতে জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জো’র প্রভাবে পটুয়াখালীর পায়রা ও লোহালিয়া নদীর বৃদ্ধি পাওয়া জোয়ারের পানি ঢুকে উপজেলার পাংগাশিয়া, মুরাদিয়ার সন্তোষদি ও দক্ষিণ মুরাদিয়ার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে লেবুখালী ফেরীঘাটের গ্যাংওয়ে। পানির চাপে মুরাদিয়া নদীর ওপর নির্মাণাধীণ সেতুর অবকাঠামো ভেঙ্গে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে সোমবার রাত থেকেই পায়রা ও লোহালিয়া নদীতে অস্বাভাবিক ভাবে পানি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে হালকা বৃষ্টির পাশাপাশি থেকে থেকে দমকা হাওয়া প্রবাহের সাথে সাথে ফুঁসে ওঠা পায়রা -লোহালিয়া নদীর জোয়ারের পানিতে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী ফেরীঘাটের উভয় পাড়ের গ্যাংওয়ে তলিয়ে যানবাহন পারাপার বিঘিœত হচ্ছে। অপর দিকে পাংগাশিয়া, সন্তোষদি ও কলাগাছিয়া এলাকার বিধ্বস্ত বেরিবাঁধের ফাটল দিয়ে পানি ঢুকেঅন্তত: ১০্গ্রাম তলিয়ে গেছে। পানিতে নিমজ্জিত এলাকার পুকুর-ডোবা ফসলি জমি তলিয়ে যাওয়ায় ওইসব গ্রামের রবি ফসল, পুকুরের মাছ ভেসে গেছে। মুরাদিয়া মহিলা মাদ্রাসা সংলগ্ন নদীতে পানির চাপে নির্মানাধীন সেতুর অবকাঠামে ভেঙ্গে পড়েছে।
পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান মো: আলমগীর সিকদার জানান, তার ইউনিয়নের পায়রা নদী তীরবর্তি ওয়াপদা ভেরিবাঁধের অর্ধশতাধিক পয়েন্টের ফাটল ও ভাঙ্গন দিয়ে পানি ঢুকে রাজগঞ্জ, দক্ষিন পাঙ্গাশিয়া, মধ্যপাংগাশিয়া, বাঁশবুনিয়াসহ অন্তত: ৫গ্রাম তলিয়ে গেছে। একই ভাবে লেবুখালীর পশ্চিম আংগারিয়া, দুমকী সাতানী, মুরাদিয়ার সন্তোষদি ও দক্ষিন মুরাদিয়ার কলাগাছিয়া গ্রামের আংশিক তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ো হাওয়ার গতি ক্রমশ: বেড়ে যাওয়ায় ও পায়রা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধিতে সাধারণ মানুষের মাঝে ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসের আতংক বিরাজ করছে। বিশেষত: নদীর তীরবর্তি অঞ্চলের ও পাউবো বেরিবাঁধের বাইরের বাসিন্দারা ঘূর্ণীঝড়াতংকে তটস্থ হয়ে পড়েছেন।
ঘূর্ণীঝড় ইয়াস মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনগনকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। প্রতিটি ইউনয়নের সাইক্লোন শেল্টার ও স্কুলকাম-সাইক্লোন শেল্টারগুলো খুলে দেয়া হয়েছে। একই সাথে জনগনকে সচেতন করতে প্রতিটি ইউনিয়নে মাইকিং প্রচারণা চালিয়ে সতর্ক করা হয়েছে।

এমআর

বাংলাদেশ সময়: ২০:০৯:২৮ ● ৪১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ