নেছারাবাদে দুই জেলেকে অর্থদন্ড

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে দুই জেলেকে অর্থদন্ড
মঙ্গলবার ● ২৫ মে ২০২১


নেছারাবাদে দুই জেলেকে অর্থদন্ড

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে সন্ধ্যানদীতে অবৈধ চরগড়া জাল দিয়ে মাছ শিকারের দায়ে কামাল হোসেন ও ইদ্রিস আলী নামে দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে মোট  ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। জানাগেছে, নেছারাবাদ থানার পুলিশ ওইদিন সকালে উপজেলার গনমান এলাকায় সন্ধ্যানদীতে অভিযান চালিয়ে দুটি চরগড়াসহ তাদের আটক করে। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত জাল পুড়ে ফেলা হয়।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৪:১৯ ● ৪৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ