কলাপাড়ায় স্বামীকে ইয়াবা দিয়ে গ্রেপ্তারের অভিযোগ

প্রথম পাতা » বিবিধ » কলাপাড়ায় স্বামীকে ইয়াবা দিয়ে গ্রেপ্তারের অভিযোগ
শনিবার ● ২২ মে ২০২১


কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

ইয়াবাসহ মাদকদ্রব্য বিক্রয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই কর্মকর্তাসহ একই অধিদপ্তরের কপিয় লোকজন মোসাঃ রুনা বেগম (৩৮) ও তার স্বামী মো: আমির হোসেন (৪৫) কে মারধর করে। নগদ ১৩,০০০টাকা, উত্তরা ব্যাংক লিঃ এর স্বাক্ষরিত চেক বইএর একটি পাতাসহ বই নিয়ে যায়। এসময় ক্ষুদ্ধ কর্মকর্তারা মো: আমির হোসেনের পকেটে ২০ পিচ ইয়াবা ঢুকিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর  কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে শনিবার (২২ মে) সকাল আটটার দিকে।  এ ঘটনায় রুনা বেগম কলাপাড়া থানায় অভিযোগ দাখিল করেছেন।
কলাপাড়া থানার অভিযোগ ও স্থানীয় সূত্রে যানা যায়, মোসাঃ রুনা বেগম (৩৮) ও তার স্বামী মো: আমির হোসেন (৪৫) দীর্ঘ দিন মাদক ব্যাবসা করেছে। এ ব্যাবসা করতে গিয়ে জেলও খেটেছে তারা। বর্তমানে তাদের ছেলে-মেয়েরা বড় হয়ে গেছে। এছাড়া সামাজিকতার কারনে মাদক ব্যাবসা ছেড়ে দিয়েছে অনেক আগেই। মাদকদ্রব্য ব্যাবসা ছেড়ে দিলেও পুনঃরায় ব্যাবসায় জড়ানোর জন্য মাদক দ্রব্য অধিদপ্তরে কর্মরত মো. রুহুল আমীন(৪৫) ও সঞ্জয়(৩৮) বারবার প্ররোচনা দিয়ে আসছে। এমনকি মাদকদ্রব্য কেনা বেচার জন্য টাকা দিতে চায়। রুনা বেগম এতে রাজি না হওয়ায় শনিবার সকাল আটার দিকে তার স্বামী মো: আমির হোসেন (৪৫) কে মারতে মারতে নিয়ে যায়।এ সময় রুনা বেগম বাধাঁ দিলে তাকেও মারধোর করে। এসময় রুনার পার্চে থাকা নগদ ১৩,০০০টাকা, উত্তরা ব্যাংক লিঃ এর স্বাক্ষরিত চেক বইএর একটি পাতা নিয়ে যায়।
এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাজ্জামান (তদন্ত) বলেন, এ ব্যাপারে আমরা একটি অভিযোগ পেয়েছি।
এ ব্যাপারে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. ফরহাদ হোসেন বলেন, রুনা বেগমকে মারধোর, নগদ ১৩,০০০টাকা, স্বাক্ষরিত চেক বইএর একটি পাতাসহ বই  নেয়ার কোন ঘটনা ঘটেনি।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:১১:১৯ ● ১১৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ