নাজিরপুরে সাংবাদিকদের বিক্ষোভ মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে সাংবাদিকদের বিক্ষোভ মানববন্ধন
বৃহস্পতিবার ● ২০ মে ২০২১


নাজিরপুরে সাংবাদিকদের বিক্ষোভ মানববন্ধন

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

সচিবালয়ে প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলার  প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১ টায় নাজিরপুর প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কে এম সাঈদ, এসময় উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের নাজিরপুর প্রতিনিধি এইচ এম লাহেল মাহমুদ, দিনকালের আকরাম আলী ডাকুয়া, দৈনিক সাগরকন্যা প্রতিনিধি আল-আমিন হোসাইন, ইত্তেফাকের অনুপ কুমার, ইনকিলাবের উথান মন্ডল, ভোরের কাগজের নাসিরুদ্দিন, দেশের কন্ঠর মোস্তাফিজুর রহমান লাবলু, আমাদের সময়ের জ্যোতিষ চন্দ্র হালদার, পূর্বাঞ্চলের মুজিবুর রহমান ও  শ ম রেজাউল করিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অত্যান্ত বিনয়ের সাথে সরকারকে জানাতে চাই, আমরা যদি জাতির দর্পণ হয়ে থাকি, আমরা যদি করোনাকালে তথ্য দিয়ে সরকারকে সহায়তা করতে পারি, তাহলে রোজিনা আপাও সেই সারির একজন সম্মুখ যোদ্ধা। আমরা মনে করি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে ধরনের কর্মকান্ড হচ্ছে, তা সরকার প্রধানকে জানাতে রোজিনা আপা সেখানে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর প্রতি আমাদের দাবি, তিনি যেন রোজিনা আপাকে মুক্তি দিয়ে দোষীদের শাস্তির আওতায় আনার ব্যবস্থা করেন।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫১:৩১ ● ১৫২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ