বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ঐক্যের বিকল্প নেই-এমপি মানিক

প্রথম পাতা » রাজনীতি » বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ঐক্যের বিকল্প নেই-এমপি মানিক
বুধবার ● ১৯ মে ২০২১


বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ঐক্যের বিকল্প নেই-এমপি মানিক

ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, তৃণমূল থেকে আওয়ামীলীগকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই। আওয়ামীলীগের ঐক্যবদ্ধ শক্তিই হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যার চালিকাশক্তি। তিনি বলেন, দলের মধ্যে থাকা হাইব্রীডদের চিহ্নিত করে দলকে আগাছা মুক্ত করার এখনই সুবর্ণ সময়। দূর্দিনে যারা শক্ত হাতে দলের হাল ধরেছিলেন তাদেরকে আগামী সকল কমিটিতে মূল্যায়ন করা প্রয়োজন। ছাতক পৌর আওয়ামীলীগের নবগঠিত কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাতক পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, ছাতক পৌর সভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও কমিটির সদস্য সাব্বির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন. ছাতক উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ। বুধবার সকালে সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু মিয়ার বাসভবনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক চান মিয়া চৌধুরী, কাউন্সিলর তাপশ চৌধুরী, জামাল উদ্দিন, শমছু মিয়া, আনিসুর রহমান চৌধুরী সুমন, আহ্বায়ক কমিটির সদস্য, বাবুল রায়, কালিদাস পোদ্দার, আব্দুল কুদ্দুছ, সোহেল মাহমুদ প্রুমুখ।
এসময় পৌর কমিটির সদস্য, সাবেক কাউন্সিলর আছাব মিয়া, নুর আলম, নিতাই রায়, ইসতিয়াক রহমান, সুলেমান মিয়া, কুতুব উদ্দিন, শিপলু চৌধুরী, আব্দুল কাহার, আনোয়ার খান, আব্দুল্লাহ মিয়া, আশরাফ উদ্দিন, রুয়েল চৌধুরী, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, দিলোয়ার হোসেন, বুরহান উদ্দিন, বক্তার মিয়া, যুবলীগ নেতা কোহিন চৌধুরী, জাবের আহমেদ, ইকবাল হোসেন, পিযুষ দাশ, বিকাশ দাস, জামাল মিয়া, রুপক গোস্বামী, কাজল দাশ, বিশ্বজিৎ ঘোষ, আব্দুল কুদ্দুস শিপলু, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, সুজেল তালুকদার প্রমুখ। এসময় আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া, বীর মুক্তিযোদ্ধা পিয়ারা মিয়া, শাহিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। সভায় বক্তারা নতুন কমিটিতে দুর্দিনের ত্যাগী নেতৃবৃন্দদেরকে মুল্যায়ন করায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে ধন্যবাদ জানান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আজিজুর রহমান, গীতা পাঠ করেন রথীন্দ্র নাথ।

এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৬:২১ ● ১২৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ