গলাচিপায় হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
বুধবার ● ১৯ মে ২০২১


গলাচিপায় হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে গৃহবধূ রিতা রাণী মালাকারকে নৃশংসভাবে কুপিয়ে মাথায় জখম ও মন্দির ভাংচুরসহ পরিবারের ওপর হামলার প্রতিবাদে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ মে) দুপুর ১২টায় বাংলাদেশ হিন্দু মহাজোট গলাচিপা শাখার উদ্যোগে স্থানীয় গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এ মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন রিতা রাণীর স্বামী শ্যামল মালাকার, বাংলাদেশ হিন্দু মহাজোটের পটুয়াখালীর সদস্য ও স্বেচ্ছাসেবক আহ্বায়ক বিশ^জিত রায়, বাংলাদেশ হিন্দু মহাজোট গলাচিপা শাখার আহ্বায়ক উজ্জ্বল কুমার ও সদস্য সচিব অরণ্য সাহা অনিক প্রমুখ। বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন। প্রসঙ্গত, গত রবিবার (১৬ মে) গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে বিরোধে শ্যামল মালাকার (৫০) নামে এক কৃষকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে দুই পক্ষের অন্তত সাতজন আহত হয়েছে। এরমধ্যে গৃহবধূ রীতা রানী মালাকারকে (৪০) গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছেন। কিন্তু মন্দির ভাংচুরের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৫:০৩ ● ১২৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ