পিরোজপুরে দু’স্কুল শিক্ষার্থীর বাল্য বিয়ে পন্ড

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে দু’স্কুল শিক্ষার্থীর বাল্য বিয়ে পন্ড
মঙ্গলবার ● ১৮ মে ২০২১


পিরোজপুরে দু’স্কুল শিক্ষার্থীর বাল্য বিয়ে পন্ড

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঈদের ছুটি ও লকডাউনের  সুযোগে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী ও অষ্টম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীর বিয়ের আয়োজন করেছিল দুই পরিবার। প্রশাসন ওই বাল্য বিয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই শিক্ষার্থীর বিয়ে  পণ্ড করে দেয়ন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  উর্মী ভৌমিক ও সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুণ্ডু পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর-কনের দুই পরিবারকে অর্থদণ্ডাদেশ দেন।

জানা গেছে, উপজেলার দক্ষিণ মিঠাখালী কাচিছিড়া গ্রামের সৌদি প্রবাসী মো. মোস্তফা খলিফার মেয়ে ও স্থানীয় দক্ষিণ মিঠাখলী ওহাবিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রীর  সাথে পার্শ্ববর্তী বরগুনার পাথারঘাটা উপজেলার হাতেমপুর গ্রামের আফজাল খানের ছেলে সাইফুল ইসলামের সাথে সোমবার দুপুরে বিয়ের আয়োজন করা হয়। ওই দিন দুপুরে বর পক্ষের শতাধিক মেহমান কনের বাড়িতে উপস্থিত হয়ে খাওদাওয়া শুরু হলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার থানা পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন।

পরে পুলিশের সহযোগিতায় বর ও কনের ভগ্নিপতি সুমন মিয়াকে উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে   হাজির করা হয়। এ সময় উপজেলরা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই পক্ষকে ১২ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে দুই পরিবারের বাল্যবিয়ে বন্ধ করে দেন।

অপরদিকে উপজেলার ধানীসাফা গ্রামের সাহেব আলী বেপারীর মেয়ে ও স্থানীয় সাফা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রীর সাথে একই গ্রামের ফকর উদ্দিন বেপারীর ছেলে ইয়াসিন বেপারীর সাথে বিয়ের আয়োজন করে দুই পরিবার। রবিবার বিকেলে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তার পরিবার এ বাল্যবিয়ের আয়োজন করে। কনের বাড়িতে বরপক্ষের লোকজন উপস্থিত হয়ে খানাপিনা চলার সময় প্রশাসন সংবাদ পেয়ে পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়। এ সময় কনের বাবা ও বরের বাবা বরযাত্রীদের নিয়ে পালিয়ে যায়।পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার কুণ্ডু ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের মাকে চার হাজার টাকা ও বরের মাকে তিন হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়ে মুচলেকা রেখে বাল্যবিয়ে বন্ধ করে দেন।

মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার কুণ্ডু বলেন, চলমান লকডাউন ও ঈদের ছুটি সুযোগে উপজেলায় দুই শিক্ষার্থীর বাল্যবিয়ে আয়োজন করা হচ্ছিল। এই সংবাদ পেয়ে ঘটনাস্হলে উপস্হিত হয়ে বাল্য বিয়ে দুইটি বন্ধ করে দেয়া হয়েছে। তিনি চলতি মাসে মোট ছয়টি বাল্যবিয়ে প্রশাসন বন্ধ করে দিয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩১:০৮ ● ৮৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ