গৌরনদীতে পানিতে ডুবে দু’বোনের মৃত্যু

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে পানিতে ডুবে দু’বোনের মৃত্যু
রবিবার ● ১৬ মে ২০২১


গৌরনদীতে পানিতে ডুবে দু’বোনের মৃত্যু

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

ঈদে দাদা বাড়ি  বেড়াতে এসে বরিশালের গৌরনদীতে পুকুরের পানিতে পড়ে আফসানা আক্তার (১৪) ও জান্নাত আক্তার (৮) নামে সহোদর ২বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  উপজেলার হরিসেনা গ্রামে এ ঘটনা ঘটে। তারা (আফসান ও জান্নাত) উপজেলার হরিসেনা গ্রামের বাসিন্দা ও গাজীপুরের জয়দেবপুর এলাকার ফল ব্যবসায়ী মিলন সরদারের মেয়ে এবং গাজীপুরের সরকারি মারিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও প্রথম শ্রেনীর ছাত্রী। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, উপজেলার হরিসেনা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে মিলন সরদার (৩৫) গত ২০ বছর ধরে গাজীপুর জেলার জয়দেবপুর এলাকায় ভাড়াটিয়া বাসায় থেকে ভ্যান যোগে ফেরি করে ফলের ব্যবসা করে আসছে। দাম্পত্য কলহের জেরধরে গত ৭ বছর পূর্বে তার (মিলন) প্রথম স্ত্রী ও ২ কন্যা সন্তানের জননী জাহানারা বেগম তাকে (মিলন) তালাক দিয়ে বাপের (বাবা) বাড়ি চলে যায়। ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের সরকারি মারিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী আফসানা আক্তার (১৪) ও প্রথম শ্রেনীর ছাত্রী জান্নাত আক্তার (৮) ফল ব্যবসায়ী বাবা মিলন সরদারের সাথে গত ৩ মে দাদা বাড়ি গৌরনদীর হরিসেনা গ্রামে বেড়া আসে।  শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাদা বাড়ির কাছে ফুপু আছমা বেগমের ভাড়াটিয়া বাড়ির পুকুরের ঘাটলায় আফসানা ও জান্নাত হাত- পা ধুঁতে যায়। এরা (২ বোন) সাঁতার কাটতে জানত না। ধারনা করা হচ্ছে- ওই ২ বোন সাঁতার কাটতে না জানার কারণে এক বোন পুকুরের ঘাটলায় পা পিছলে পুকুরে পড়ে গেলে আরেক (অপর) বোন তাকে উদ্ধার করতে গিয়ে উভয়েই পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজি করে স্বজন ও স্থানীয়রা রাত ৮টার দিকে পুকুর থেকে আফসানা ও জান্নাতের লাশ উদ্ধার করে। খবর পেয়ে থানার এসআই শুশান্ত কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়না তদন্ত ছাড়া ওই ২ বোনের লাশ দাফনের জন্য স্বজনরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) কাছে আবেদন করেছেন।  এডিএমের অনুমতি পেলে স্বজনরা ময়না তদন্ত ছাড়াই ২ বোনের লাশ দাফন করতে পারবেন বলে ওসি আফজাল হোসেন জানান।

বিকেএস/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:২৭ ● ৫৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ