গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত -২

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত -২
বুধবার ● ১২ মে ২০২১


গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত -২

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কে বুধবার (১২ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আশোকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার গজালিয়া এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে মো. রাকিবুল হাসান রাহাত (৩৪) ও ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মৃত সাহেব আলী খলিফার ছেলে আল আমিন (৩২)।  বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার  ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা বুধবার সকাল ৭টার দিকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মাহিন্দ্রাটি সকাল সাড়ে ৭টার দিকে আশোকাঠি এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি যাত্রীবাহী বাস মাহিন্দ্রাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।  এতে মাহিন্দ্রার যাত্রী আলামিন খলিফা (৩২), রাকিবুল হাসান (৩৪), ফোপকান (৪১)সহ ৪যাত্রী গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলামিন খলিফা, রাকিবুল হাসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফোরকানকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ  স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান।

বিকেএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৭:৫৩ ● ৫৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ