কাউখালীতে চার হাজার পরিবার পেল ঈদ উপহার

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে চার হাজার পরিবার পেল ঈদ উপহার
বুধবার ● ১২ মে ২০২১


কাউখালীতে চার হাজার পরিবার পেল ঈদ উপহার

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে শাড়ি লঙ্গি বিতরণ করেছেন আঃ ছালেক মিঞা ফাউন্ডেশন। উপজেলার পাচঁটি ইউনিয়নের চার হাজার অসহায় দুস্থ মানুষের মাঝে এ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বুধবার কাউখালী সদর ইউনিয়ন পরিষদ ও চিরাপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আঃ ছালেক মিঞা  ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা,কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক  ও কাউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চিরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদ খান খোকন, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারন সম্পাদক শাহ আলম নসু প্রমূখ।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০০:৩৯ ● ১১৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ